ঢাকা ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
আগামী ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে নির্বাচন কমিশন (ইসি)’র এমন নির্দেশনা পাওয়ার পর সিলেট নগরে অভিযান চালানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে শুক্রবার রাতে নগরের চৌহাট্টা এলাকায় এ অভিযান শুরু হয়। এরপরই নগরের বিভিন্ন এলাকায় পৃথক টিমের মাধ্যমে একযোগে অভিযান চালায় সিসিক।
অভিযানের উদ্বোধন শেষে সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশনা শুক্রবার সন্ধ্যায় আসার পর রাতেই তারা অভিযানে নামেন। তিনি বলেন, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে মর্মে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ প্রদান করেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই তারা নগরের ২৭টি ওয়ার্ডের এসব সামগ্রী সরিয়ে নিতে সক্ষম হবেন। অভিযানে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানসহ সিসিকের অন্যান্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশনেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech