ঢাকা ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে উত্তর জগন্নাথপুর ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাত ৮টায় পৌর এলাকার যুক্তরাজ্য প্রবাসী ও জর্সির স্পন্সরকারী আলহাজ বশির আলীর বাড়িতে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর জগন্নাথপুর ফুটবল ক্লাবের সভাপতি মো. আক্কল আলীর সভাপতিত্বে ও হোসাইন মিজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মুরুব্বি ইছবর আলী, মো. আমিরুল হক চৌধুরী, মো. জাবের মিয়া প্রমুখ। এসময় উত্তর জগন্নাথপুর ফুটবল ক্লাবের খেলোয়াড়বৃন্দসহ আরও অনেকে উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উত্তর জগন্নাথপুর ফুটবল ক্লাবকে জার্সি স্পনসর করায় যুক্তরাজ্য প্রবাসী মো. বশির আলীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শুরুতে কেক কেটে এবং ক্লাবের অধিনায়ক মো. হাসানকে জার্সি পরিয়ে তা উন্মোচন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech