ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী। নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন তিন বারের নির্বাচিত সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক। তিনি শনিবার দুপুর ১১ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রার্থীতা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন জগন্নাথপুর নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাউলাদার ও জগন্নাথপুর নির্বাচন অফিসার মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মনোফর আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ বিষয় সম্পাদক শাহ মো. কবির আলী, ব্যবসায়ী আব্দুল মিয়া ও ইসলাম উদ্দিন সহ আরো অনেকে।
এসময় তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন। আগামী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech