ঢাকা ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক জামাল খাসোগির হত্যা নিয়ে সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট হতে পারেননি। অবশ্য তিনি দেশটির সঙ্গে তার দেশের কোটি কোটি ডলারের অস্ত্রচুক্তি বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
২০ অক্টোবর, শনিবার ট্রাম্প বলেন, খাসোগির হত্যার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সৌদি কর্তৃপক্ষ ১৮ জনকে গ্রেফতার এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই শীর্ষ সহযোগী ও গোয়েন্দা সংস্থার অপর তিন সদস্যকে বরখাস্ত করেছে। এটি একটি বড়ো এবং ভালো পদক্ষেপ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কিন্তু আমি জবাব পেতে চাই।’
ট্রাম্প রিয়াদের সঙ্গে করা তার দেশের অস্ত্র চুক্তি বাতিলের বিষয়ে সতর্ক করে বলেন, এর ফলে আমেরিকার চাকরির বাজারে প্রভাব পড়বে। সৌদি আরবে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহসহ দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এর সঙ্গে লাখ লাখ মার্কিন নাগরিকের চাকরির বিষয় জড়িয়ে আছে। অস্ত্র চুক্তি বাতিল আমাদের জন্যে শুভ হবে না। এটি তাদের চেয়েও আমাদের জন্যে বেশি ক্ষতির কারণ হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা বাতিল করলেও চীন কিংবা রাশিয়ার মতো কোনো দেশ থেকে ঠিকই অস্ত্র কিনে নেবে রিয়াদ।’ অবশ্য তিনি বলেন, ‘অস্ত্র চুক্তি বাতিল ছাড়াও অবরোধের মতো বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
গত ২ অক্টোবর সাংবাদিক খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে কিছু কাগজপত্র জোগার করতে গিয়ে নিখোঁজ হন। তুরস্ক বরাবরই অভিযোগ করে আসছে, সৌদি আরবের রাষ্ট্রীয় সহায়তায় সেখানে খাসোগিকে হত্যা করা হয়।
প্রথম দিকে সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে। তবে শেষপর্যন্ত ইস্তাম্বুলের ওই কনস্যুলেটে সৌদি আরবের কট্টর সমালোচক খাসোগির হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ বলেছে, তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে সে খুন হয়।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech