ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে জুবের আহমদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি থেকে ২ বোতল ফেন্সিডিল ও ১ বোতল অফিসার চয়েজসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই যুবক কানাইঘাট উপজেলার ব্রাহ্মণ গ্রামের সামছুল হকের ছেলে। বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রাম।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ১৭) দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech