ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
মো. জাকির মিয়া, জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া সহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের জানান, উপনিবার্চনে বিপুল ভোটে নৌকা প্রতিকে আমাকে পৌরসভা বিজয়ী করেছিলেন। আমি বিশ্বাস করি, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকের ভোটাররা তাদের রায় দেবেন। তাঁকে দ্বিতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রীসহ দলীয় নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech