ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের জাফলং পাথর কোয়ারিতে রাতের আঁধারে মাটি কাটতে গিয়ে পেলোডার চাপায় শহিদ মন্ডল(৩০) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে কোয়ারীর জুমপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ রাজবাড়ী জেলার মালেক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গর্তের মালিক হোসেন হাজি ও রুবেল মিয়া অবৈধভাবে রাতের আঁধারে পেলোডার দিয়ে মাটি কাটান। এসময় নীচে পড়ে পেলোডারের হেলপার শহিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেডিকেল নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করেন এবং সুরত হাল রির্পোট তৈরী করে লাশ থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে গর্তের মালিকরা পলাতক রয়েছে।
থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারে আইনগত পদপে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech