ঢাকা ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক বিচারপতি বাংলাদেশ শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. আব্দুল হাই আর নেই। শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি গত ২০১৯ সালের ২৫ জুলাই মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারপতি মো. আব্দুল হাইকে পুনঃরায় দুই বছর মেয়াদে চুক্তি ভিত্তিক শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্ম গ্রহন করেন। বিচারপতি মো. আব্দুল হাই ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত তিন জেলার জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech