প্রতিটি প্রবাসীই একেকজন রাষ্ট্রদূত: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

প্রতিটি প্রবাসীই একেকজন রাষ্ট্রদূত: প্রবাসীকল্যাণমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার আজীবন সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সম্প্রতি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, প্রতিটি প্রবাসীই একেকজন রাষ্ট্রদূত। আপনাদের ভাল মন্দ আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। দেশের রেমিটেন্স প্রবাহে আপনাদের অবদান অসীম। তাই যে দেশে আছেন সে দেশে বৈধভাবে আইন মেনে চলে দেশের সুনাম বয়ে আনবেন।

.
মন্ত্রী এ সময় আরো বলেন, প্রবাসীদের সুবিধার জন্য সরকার প্রবাসীদের বীমা আওতায় এনেছে। প্রবাসীবান্ধব এ সরকার প্রবাসীদের কল্যাণে আগামীতে আরো কাজ করবে বলেও তিনি জানান। এ সময় উত্তর আমিরাতে বাংলাদেশি স্কুল স্থাপনে সরকারের সহযোগিতার কথাও মন্ত্রী জানান। মঙ্গলবার সমিতির মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার।
সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুস সালেহিন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান, শারজাহের শ্রম-মান উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি সালেম ইউসুফ আল কাসির, বাংলাদেশ সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির ও প্রকৌশলী আবু জাফর চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী। সর্বশেষে আগত অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর