ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত তুহিন হত্যায় জড়িত বাবা আব্দুল বাছির, চাচা জমসেদ ও মাওলানা আব্দুল মছব্বিরকে তিন দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে দিরাই থানা পুলিশ।
.
তুহিন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করেন তুহিনের চাচা নাছির ও চাচাতো ভাই জাকিরুল। পরে আদালত তুহিনের বাবা চাচাসহ তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
তিন আসামীকে তিন দিনের রিমান্ডে আনা হয় দিরাই থানায়। শুক্রবার দিরাই থানার ডিউটি অফিসার রুপক কর্মকার জানান, রিমান্ড শেষে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.
প্রসঙ্গত, গত রোববার মধ্যরাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে নৃশংস এই খুনের ঘটনা ঘটে। সোমবার ভোরে গাছে ঝুলে ছিল শিশু তুহিনের লাশ। পেটে ঢুকানো ছিল দুটি ছুরি। ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো ছিল। বাম হাতটি ঝুলে ছিলে লাশের সঙ্গে। কেটে নেওয়া হয় শিশুটির কান ও লিঙ্গ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech