সুনামগঞ্জে জিংক ধানের বীজ বাজারজাতকরনে মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

সুনামগঞ্জে জিংক ধানের বীজ বাজারজাতকরনে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : হার্ভেষ্টপ্লাসের অর্থায়নে এবং এফআইভিডিবির আয়োজনে বৃহস্পতিবার সকালে দক্ষিন সুনামগঞ্জ এফআইভিডিবির প্রশিক্ষন কেন্দ্রে জিংক সমৃদ্ধ ধান জাতের বীজ বাজারজাতকরনে বীজ বিক্রেতাদের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প সংগঠক সৈয়দ রাকিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফকরুল ইসলাম চৌধুরী, জ্যৈষ্ঠ সমন্বয়ক, এফআইভিডিবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম তরিকুল ইসলাম, কৃষি গবেষনা ও উন্নয়ন কর্মকর্তা, হার্ভেষ্টপ্লাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি মানব শরীরে জিংকের গুরুত্ব, আসন্ন বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে বীজ বিক্রেতা কতৃক সুনামগঞ্জে জিংক ধানের বীজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বীজ উৎপাদক কোম্পানির প্রতিনিধি ও এফআইভিডিবির মাঠ সমন্বয়ক জনাব দেলোয়ার হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর