অনলাইনে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

অনলাইনে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক প্রতিবেদন : শুক্রবার প্রকাশিত সিলেটের একটি অনলাইন পোর্টালে “জাফলংয়ে মন্ত্রীর লোক পরিচয়ে ছাতকি আলাই গ্রুপের নানা অপকর্ম” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন জাফলংয়ের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন।

.
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একটি কুচক্রী মহল তার ব্যবসায়িক উন্নতি ও অগ্রগতিতে ঈর্শান্বিত হয়ে তার বিরুদ্ধে এহেন অপ-প্রচার চালাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবসায়ী আলাউদ্দিন তার বিরুদ্ধে দখলবাজি, গ্রুপিং,মহড়া,আতংক ছড়ানো, বোমা মেশিন, পেলোডার-এক্সেভেটর থেকে পুলিশের নামে টাকা আদায় ইত্যাকার অভিযোগ অস্বীকার করে বলেন,একটি মহল অন্যায় লাভের আশায় সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত হয়ে মন্ত্রী মহোদয়ের নাম ব্যবহারে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও অপবাদমূলক সংবাদ প্রচার করছে। বিজ্ঞপ্তিতে ব্যবসায়ী আলাউদ্দিন কুচক্রী মহল কর্তৃক এহেন অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সকল মহলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ কাল্পনিক ও অপবাদমূলক প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর