ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে শুক্রবার সকালে আটক ভারতীয় ৩৯টি গরু রাত ৮টায় ট্যাকেরঘাট রেস্ট হাউজে পুলিশ,বিজিবি ও কাষ্টমের উপস্থিতিতে জনসম্মুখে নিলাম দেয়া হয়। আর আটককৃত যুবকসহ নৌকাটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই গরুগুলো আটক করে জনসম্মুখে ৫লাখ ৯৬ হাজার ৬শ টাকা নিলাম দিয়ে কাষ্টমে টাকা জমা দেয়া হয়েছে।
.
উল্লেখ্য,উপজেলার ট্যাকেরঘাট,বড়ছড়া,চাঁনপুর,বারেকটিলা,জঙ্গলবাড়ী,লামাকাটা,বিরেন্দ্রনগর ও মহেশখলাসহ বেশ কয়েকটি চোরাই পথ দিয়ে প্রতিদিনের মতো চিহ্নিত চোরাচালানীরা সীমান্তের ওপার ভারতীয় থেকে অবৈধ ভাবে আনা ৩৯টি চোরাই গরু নিয়ে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা শুক্রবার সকালে ট্যাকেরঘাট থেকে একটি ষ্ঠিলের ইঞ্জিন চালিত নৌকা যোগে ধর্মপাশা উপজেলায় যাচ্ছে। এসময় খবর শুনে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চায আবু মুসার সহযোগীতার ইঞ্জিন চালিত নৌকা ও গরুসহ একজনকে টাংগুয়ার হাওরের মাঝ দিয়ে যাওয়ার সময় আটক করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech