‘বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ’ এর সাধারণ সভা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

‘বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ’ এর সাধারণ সভা

ডেস্ক প্রতিবেদন : দেশ-বিদেশ অবস্থানরত স্কুল-কলেজ জীবনের সমমনা বন্ধুদের সম্মিলিত প্রয়াসের স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ’’ এর সাধারণ সভা শুক্রবার সিলেটের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ‘বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ’ এর সদস্য দিগি¦জয় দত্ত। সভার প্রারম্ভেই যে সকল বন্ধু ইহলোক ত্যাগ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয় ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি দেশ-বিদেশ অবস্থানরত সকল বন্ধুর মঙ্গল কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
‘বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ’ এর সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাধারণ পরিষদের সদস্য সাকিল আহমেদ, খালেদুল হাসান রাসেল, অসিত কুমার কর, ধীমান চন্দ্র দাস, নুরুজ্জামান সুজন, বিশ্বজিৎ রায়, মো. মহিবুল হাসান চৌধুরী রুমেল, বিমল বনিক, হাজী এজাদুর রহমান শাহীন, মামুন রশীদ চৌধুরী জুয়েল, বিপুল চন্দ্র তালুকদার, দিপায়ন চৌধুরী, তরুণ কান্তি দাস হিমাংশু, হিরন্ময় রায়, মো. আকিকুর রহমান, কমল তালুকদার টিটন, সুদীপ পাল, নুর মাহমুদ, সাজিনুর রহমান, মো. মাবিয়া আকবর হাসান শ্যামল, ডা. আশরাফ উজজামান, কমলেন্দু দে কমল , তৌফিকুল আম্বিয়া চৌধুরী তানিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর