গোলাপগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

গোলাপগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে এবার এক অজ্ঞাত যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকাদণি ইউনিয়িনের রায়গড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবতীর বয়স আনুমান ২৬/২৭ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকাদণি ইউনিয়নের রায়গড় গ্রামের লেচুবাগানের নাহিদ মিয়ার বাড়ীর টিলার পাশে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে। সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত একমাসে এ নিয়ে ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একের পর এক লাশ উদ্ধারে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত ৩ নভেম্বর শনিবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে আমজদ আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। গত ৮ অক্টোবর বাঘা ইউনিয়নের রস্তমপুরে কানাইঘাটের মাওলানা মুহিবুর রহমান (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এর কিছুদিন পর ২৮ অক্টোবর চৌঘরীস্থ সুরমা নদী থেকে আরেকটি ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। এর দুদিন পর ৩০ অক্টোবর বাঘা ইউনিয়নের তুড়ুগাও গ্রামের সুরমা নদীর তীরে ভাসমান অবস্থান অবস্থায় চুনু মিয়া (৫০) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর