ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপি’র চরিপাড়া গ্রামে ডাকাতির মালামাল উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহার দিক নির্দেশনায় প্রযুক্তি সহ নানা ধরনের পরিকল্পনা গ্রহন করে পুলিশ। পরে তারা পৃথক অভিযান চালিয়ে একাধিক ডাকাতির মামলার আসামী আন্তঃবিভাগ ডাকাত দলের সদস্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাঁশগ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র ডাকাত শাহাব উদ্দিনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। এবং একই রাতে পৃথক অভিযান চালিয়ে সিলেট এসএমপির জালালাবাদ থানা এলাকার মানসিগ্রামের কুখ্যাত ডাকাত লিলু মিয়ার স্ত্রী দিলবাহারকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ীতে তল্লাশী চালিয়ে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দীর সূত্র ধরে পুলিশ ডাকাতির লুণ্ঠিত নগদ ১৩ হাজার টাকা, ২টি মোবাইল সেট, কিছু কাপড় এবং ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই জিয়াউর রহমান, পান্না লালদে, দেলোয়ার হোসেন, আবু কাউছার সহ এক দল পুলিশ। গত রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য গত ২৫ অক্টোবর গভীর রাতে চরিপাড়া গ্রামের ফয়জুর রহমানের পাকা বসত বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। সংঘবদ্ধ ডাকাতরা নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার লুঠ করে নিয়ে যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host