ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন পৌরসভাস্থ ডালাইচর গ্রামে তার নিজ মহল্লার কবরস্থানে চির নিদ্রায় শায়িত হয়েছেন। গত সোমবার রাত ৮ টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়।
এতে প্রবীণ আওয়ামীলীগের এ নেতাকে শেষ বিদায় জানাতে জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের ঢল নামে মাদ্রাসা মাঠে। তার যানাজার নামাজে অংশ নেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগের সদস্য কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন সহ সর্বস্থরের নেতাকর্মীরা যানাজায় উপস্থিত ছিলেন। যানাজার নামাজে ইমামতি করেন উপ-মহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী হুজুর। এ সময় মানুষের ঢলে মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। উল্লেখ্য সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host