গোলাপগঞ্জে লায়ন্স ক্লাব ঢাকা শাপলা’র সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

গোলাপগঞ্জে লায়ন্স ক্লাব ঢাকা শাপলা’র সেলাই মেশিন বিতরণ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ কানিশাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ডিষ্ট্রিক ৩১৫-এ-২ এর উদ্যোগে অসহায়, দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকাদক্ষিণ কানিশাইল বড়বাড়িতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ১২ জন দরিদ্র ও দুঃস্থ মহিলা-পুরুষদের মধ্যে সেলাই মেশিনগুলো তুলে দেয়া হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা, লায়ন্স কাব ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫-এ-২ বাংলাদেশের আয় বর্ধনমূলক প্রকল্পের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব প্রেসিডেন্ট জাহানারা মান্নান পিএমজেএফ, সেক্রেটারী এডভোকেট মাসুদা রফিক এমজেএফ, জোন চেয়ারপার্সন নাসিমা আহমেদ পিএমজেএফ, চাটার্ড প্রেসিডেন্ট ইসমে আরা হানিফ, বিশিষ্ট সমাজসেবী, কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসকাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, কাব সদস্য শাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর