ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের পরিচালনায় ১৪৭তম ক্লাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জে ৫ দিনব্যাপী আয়োজিত কোর্সটি সোমবার শেষ হয়েছে। রোববার রাতে কোর্সের তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মামুনুর রহমান।
কোর্স লিডার, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক উনুচিং মারমা এলটির সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু মিয়ার সঞ্চালনায় তাঁবু জলসায় স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্কাউটস’র সহ-সভাপতি প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) ইসমাইল আলী বাচ্চু, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার এএইচ এম শফি, কোষাধ্যক্ষ ছলমান আহমদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রশিক্ষক আঞ্চলিক স্কাউট উপ-কমিশনার (প্রোগ্রাম) ডা. সিরাজুল ইসলাম এএলটি, বুরহান উদ্দিন আহমদ এএলটি, উপজেলা কাব লিডার সালেহ আহমদ, স্কাউটার হানিফ আহমদ, স্কাউটার হালিমা বেগম, স্কাউটার জুনেদ আহমদ প্রমুখ। সোমবার দীক্ষা প্রদান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech