গোলাপগঞ্জে স্কাউটস’র ১৪৭তম ক্লাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

গোলাপগঞ্জে স্কাউটস’র ১৪৭তম ক্লাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের পরিচালনায় ১৪৭তম ক্লাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জে ৫ দিনব্যাপী আয়োজিত কোর্সটি সোমবার শেষ হয়েছে। রোববার রাতে কোর্সের তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মামুনুর রহমান।

কোর্স লিডার, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক উনুচিং মারমা এলটির সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু মিয়ার সঞ্চালনায় তাঁবু জলসায় স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্কাউটস’র সহ-সভাপতি প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) ইসমাইল আলী বাচ্চু, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার এএইচ এম শফি, কোষাধ্যক্ষ ছলমান আহমদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রশিক্ষক আঞ্চলিক স্কাউট উপ-কমিশনার (প্রোগ্রাম) ডা. সিরাজুল ইসলাম এএলটি, বুরহান উদ্দিন আহমদ এএলটি, উপজেলা কাব লিডার সালেহ আহমদ, স্কাউটার হানিফ আহমদ, স্কাউটার হালিমা বেগম, স্কাউটার জুনেদ আহমদ প্রমুখ। সোমবার দীক্ষা প্রদান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর