ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
কর অঞ্চল সিলেটে আয়কর মেলার প্রথম দিনে ২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। দিনব্যাপী মেলা প্রাঙ্গন থেকে সেবা নিয়েছেন ৯৮১ জন করদাতা। নতুন ইটিআইএনধারী হয়েছেন ৪০ জন।
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে জানান, এবার মেলা থেকে ৪৫ কোটি টাকা আয়ের ল্যমাত্রা রয়েছে। গত বছর আদায় ছিল ৪১ কোটি টাকা ও দাখিলকৃত রিটার্ণের সংখ্যা ছিল ৮ হাজার ৫৯৯টি। এবার এই ল্যমাত্রা পূরণে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টায় নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়। আগামি ১৯ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মেলায় সেবার দ্বার খোলা থাকবে বলেন সংশ্লিষ্টরা। ২০১৮-১৯ অর্থ বছরে ৮৫২ দশমিক ৯৮ কোটি ল্যমাত্রা আদায়ের ল্য নিয়ে অর্থ বছর শুরু করে সিলেট কর অঞ্চল। অর্থ বছরে সিলেটে ১৮ হাজার নতুন ইটিআইএনধারী করার ল্য সিলেট কর অঞ্চলের। আগামি অক্টোবর পর্যন্ত ল্যমাত্রা পূরণের সময়সীমা থাকলেও এরইমধ্যে নতুন ইটিআইএনধারী ৬ হাজার ছাড়িয়ে গেছেন, জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এরআগে সকালে বর্ণাঢ্য পরিবেশে আয়কর মেলা-২০১৮ এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) মো. সিরাজুল ইসলাম মেলার উদ্বোধন করেন। সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, চেম্বার অব কমার্স সভাপতি খন্দকার সিপার আহমদ, কর আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সংশ্লিষ্টরা জানান, ২২টি সার্কেল দ্বারা গঠিত সিলেট কর অঞ্চলে এবার মেলায় ২৩ টি সার্ভিস ডেস্ক, ৩টি ইটিআইএন, রিটার্ন গ্রহণ, সঞ্চয়ী ব্যুরো, আইনজীবী, ব্যাংক বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধা, মহিলা প্রতিবন্দ্বী ও সাংবাদিকদের জন্য পৃথক বুথ করা হয়েছে মেলায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech