গোয়াইনঘাটে ঐতিহ্যবাহী লাঠি খেলা

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

গোয়াইনঘাটে ঐতিহ্যবাহী লাঠি খেলা

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের বাংলা বাজারে অনুষ্ঠিত হয়েছে আবহমান-গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। দিনব্যাপী ঐতিহ্যবাহী এই লাঠি খেলার আনন্দ উপভোগ করতে উৎসুক জনতা ভিড় করছে পূর্ব জাফলং ইউনিয়নের বাংলা বাজার স্কুল মাঠে।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মিনহাজুর,র সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু,বিশেষ অথিতি ছিলেন তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ছেদু, সাবেক ইউপি সদস্য মহর আলী,এনায়েত হোসেন লেবু,ইউপি সদস্য মো.শাহ আলম, বিশিষ্ঠ ব্যাবসায়ী জাকির খানসহ আরো অনেকেই।
আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য লোকজ ও সংস্কৃতি ধরে রাখতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আসা ৩টি লাঠিয়াল দল মাঠে অবস্থান করেন । এসময় লাঠি খেলার আনন্দ উপভোগ করতে মাঠের চারিদিকে হাজার-হাজার দর্শক ভিড় করে। যেখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ, যুবক যুবতি, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যেন আলাদা কোন এক আনন্দ বিনোদনে মেতে উঠে। প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার জিতে নেয় বাংলা বাজার- বাউর ভাগ গ্রামের আনোয়ার লাঠিয়াল। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অথিতি ও বিশেষ অথিতি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর