ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদন :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মমিন উদ্দিন নামে দুবাই ফেরত এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক মমিন উদ্দিন গোয়াইনঘাট উপজেলার সিটিংবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দুবাইয়ে রংয়ের কারখানায় কাজ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদে সকাল ৯টায় দুবাই থেকে বিজি ২৪৮ নম্বর ফ্লাইটে আসা যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। মমিন উদ্দিন নামে ওই যাত্রীকে কাস্টমস কর্মকর্তারা তল্লাশি করে তার পায়ের দুই জুতায় ২২টি স্বর্ণের বার উদ্ধার করে।
স্বর্ণের বারগুলোর ওজন পৌনে তিন কেজি। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা। তিনি জানান, আটক মমিন উদ্দিনের বিরুদ্ধে মামলা করে এয়ারপোর্টে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech