সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীসহ সকল অচল পাথর কোয়ারি সচল করার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
.
সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন, জাফলং ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ, জাফলং পাথর ব্যবসায়ী সমিতি, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতি, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতি, জাফলং ট্রাক মালিক সমিতি, জাফলং ট্রাক চালক সমিতি, জাফলং পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতি, জাফলং স্টোন ক্রাশার ম্যানেজার সমিতি, জাফলং বেলচা শ্রমিক সমিতি, জাফলং হেমার শ্রমিক সমিতি, জাফলং অনির্বাণ যুব সংঘ, প্রজন্ম জাফলং, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘ, বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘ, সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘ, জাফলং খাদিমুল কোরআন পরিষদ, জাফলং অটোবাইক শ্রমিক সমিতি, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, বৃহত্তর মামার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি, মোহাম্মদপুর বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
.
অচল পাথর কোয়ারী সচল করার দাবিতে বিশাল এ মানববন্ধন প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। রবিবার সকালে স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খাঁন, সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সিরাজ উদ্দিন, যুুুুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সিনিয়র সহ সভাপতি রফিক শিকদার, সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘ সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
.
মানববন্ধনে বক্তারা বলেন, জাফলং পাথর কোয়ারির সাথে অত্রাঞ্চলসহ দেশের কয়েক লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত। পাথর কোয়ারী বন্ধ থাকায় শ্রমিক-ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন, বেকার হয়ে পড়েছে লক্ষ লক্ষ শ্রমিক, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে পাথর কোয়ারি সংশ্লিষ্ট শ্রমিকরা।
.
ব্যবসায়ী-শ্রমিকদের রুটি-রুজির একমাত্র পথ পাথর কোয়ারি গুলো খুলে দেওয়ার জন্য প্রশাসেনর কাছে জোর দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে অচল পাথর কোয়ারী সচল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তাই অনতিবিলম্বে শ্রমিকদের কথা বিবেচনা করে দ্রুত পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহ্বান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর