ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :
সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার আসামীসহ মোট ১৩ জন আসামীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ১০জন এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১জন এবং মাদক মামলায় ২জনসহ মোট ১৩ জনকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার নিহাইন গ্রামের আব্দুল মতিনের পুত্র, সোহেল আহমদ(৩৫), দক্ষিণ জাঙ্গাইল গ্রামের আব্দুল মালেক মালাইয়ের পুত্র সেলিম উদ্দিন(২৬), বহর পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালিক’র পুত্র শাহীন উদ্দিন (৩৫), রায়নগর গ্রামের ময়না শিকদারের পুত্র আলকাছ শিকদার (৩৭), জয়নাল শিকদার (৩৫),ডৌবাড়ী গ্রামের আব্দুল বারী এর পুত্র বদরুজ্জামান (৩০),আবদুল মুমিন(২৯), মোশাহিদ আলী(৪৫),আবদুল মতিন(৪০), ফতেহপুর ১ম খন্ড লংপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র জসিম উদ্দিন (৩০)।পশ্চিম কালিনগর গ্রামের মাবুল হকের পুত্র আবদুল করিম(৪৬),সোনাটিলা গ্রামের মৃত আবুল কালামের পুত্র আলমগীর হোসেন(২৭),মোহাম্মদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র সাফিকুল ইসলাম (৩৫)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের নিরংকুশ দ্বায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ তৎপর রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech