ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
গোলাপগঞ্জ সংবাদদাতা
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রবিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে। গোলাপগঞ্জ উপজেলায় এবার সমাপনী পরিক্ষায় অংশ নিচ্ছে মোট ৭২৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৩৯৩ জন এবং ছাত্রী ৩হাজার ৮৮৪জন।
গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্র জানা যায়, উপজেলায় ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে- হাজি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, কালিদাস পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগিরঘাট-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং ফুলসাইন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলিমা খানম উচ্চ বিদ্যালয়, মীরগঞ্জ দ্বি-পরিক্ষক উচ্চ বিদ্যালয়, ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়, শিলঘাট-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, আছিরগঞ্জ আলিম মাদ্রাসা, পনারইচক আদের্শ বিদ্যালয়, হাজী জছির আলী মডেল সরকারি বিদ্যালয়।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, সমাপনী পরীক্ষার জন্য সবরকম পস্তুতি সম্পন্ন। প্রতি বছরের ধারাবাহিক নিয়মে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech