মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে জমিয়তের সভা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে জমিয়তের সভা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্র্বাচনে সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জমিয়তে উলমায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে জমিয়তের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার ৭নং দণি বানিগ্রাম, ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন জমিয়তের দায়িত্বশীল নিয়ে স্থানীয় গাছবাড়ি বাজারস্থ জমিয়তের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

৮নং ইউপি জমিয়তের সহ সভাপতি হাফিজ মাহমুদ হুসাইনের সভাপতিত্বে ও ৭নং ইউপি জমিয়তের সাধারণ সম্পাদক ইয়াহইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের সদস্য সচিব মুফতি ইবাদুর রাহমান।

সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২০ দলীয় জোটের অন্যতম একটি শক্তিশালী দল। জোটর সকল কর্মসূচিতে আমরা অতীতে সকল ভয়ভীতি উপো করে রাজপথে ছিলাম এখনও আছি। আমাদের দীর্ঘদিনের দাবি সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনটি আমাদের দলের কেন্দ্রীয় নেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ২০ দল তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণার দাবি। সিলেট ৫ আসনের মানুষ অতীতেও আলেম উলামাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন। এর ধারাবাহিকতায় এবারও একজন বর্ষিয়ান আলেমকে মানুষ জাতীয় সংসদে দেখতে চায়।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী কবল থেকে সিলেট ৫ আসনকে উদ্ধার করতে হলে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বিকল্প নেই।

সভায় বক্তব্য রাখেন, ৮নং ঝিঙ্গাবাড়ি জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম, ৭নং ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফাহাদ উদ্দিন, ৮নং ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা আবদুল মালিক, ৭ নং ইউপি ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস, যুব জমিয়ত কানাইঘাট উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, জমিয়ত নেতা মাওলানা আহমদ হুসাইন, হাফিয হুসাইন আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর