ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সাজানো হবে। ধানমন্ডির একটি স্কুলের (টাইনি টটস সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল) বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় একটি শিশু বঙ্গবন্ধু রূপে ‘যেমন খুশি তেমন সাজো’-র ছবিকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম ‘নামির নিনাদ’। সে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ ও ব্যাংকার কাবেরী মজুমদার এর জ্যেষ্ঠ সন্তান এবং খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল হক বেগের নাতি। তার আদলেই সব শিশু বঙ্গবন্ধু সাজার প্রস্তুতি নিয়েছে।
মুজিববর্ষ উদযাপনের সব প্রস্তুতি যখন সম্পন্ন তখন করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানটি সরকার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech