ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
এবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর সিলেটে ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। আর টি-টোয়েন্টি হবে ১৭ ডিসেম্বর, বিকেল ৪টা থেকে। এ দুই ম্যাচের টিকেটের বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিবি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের মধ্য দিয়ে আগামী মাসেই ওয়ানডেতে অভিষিক্ত হতে প্রস্তুতি দেশের নান্দনিক এই ভেন্যুটি।
শুধু ওয়ানডে ম্যাচই নয়, বাংলাদেশ সফরের থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে সিলেটে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগার বাহিনী।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচটি ছিল টি-টোয়েন্টি। বাংলাদেশের প্রতিপ ছিল শ্রীলঙ্কা।
এরপর গেল ৩ নভেম্বর ক্রিকেটে অভিজাত সংস্করণ টেস্টে পা রাখে সিলেট শহরতলির লাক্কাতুরাস্থ এই স্টেডিয়ামটি। এবার বাংলাদেশের প্রতিপ ছিল জিম্বাবুয়ে। এ ম্যাচেও বড় ব্যবধানে হেরে বসে বাংলাদেশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech