গোয়াইনঘাটে অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দিল ‘লিননাস ফাউন্ডেশন’

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

গোয়াইনঘাটে অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দিল ‘লিননাস ফাউন্ডেশন’

ডেস্ক প্রতিবেদন : দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। আর এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লিননাস ফাউন্ডেশন।

৪ এপ্রিল শনিবার লিননাস ফাউন্ডেশনের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের কালিজুরী পিরের বাজার এলাকায় অসহায়, দিনমজুর ও দরিদ্র শতাধিক পরিবারের কাছে চাল, তেল, ডাল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসব দ্রব্য সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে রাতের আধারে পৌঁছে দেয় তারা৷

ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন কালিজুরী সাতবাক জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ নূর উদ্দিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল আহমদ, কালিজুরী মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মাওলানা আবুল খায়ের, এডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মুতালিব, এডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আজিজুর রহমান, বাটুলগঞ্জ মাদারাসার শিক্ষাসচিব মুফতি আবুল কালাম আযাদ, মাওলানা নাজিম উদ্দিন কামরান, মাওলানা নাজিম উদ্দিন প্রতাপপুরী, ইসমাঈল আলী (আমির সাব)
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন মদিনাতুল উলূম কালিজুরী মাদারাসার মুহতামিম মাওলানা সেলিম উদ্দিন।

ত্রাণ সামগ্রী বিষয়ে লিননাস ফাউন্ডেশন’র আহবায়ক মাওলানা দেলওয়ার হুসাইন ইমরান জানান, আমাদের কার্যক্রম শনিবার থেকে প্রাথমিক শুরু হয়েছে। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।

আমরা শনিবার ও রবিবার বাদ মাগরিব থেকে মধ্যে রাত পর্যন্ত গরীব-অসহায়দের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। যাদেরকে দেওয়া হয়েছে তাদের দরজার সামনে পৌছার পরই তারা অবগত হয়েছেন। আমরা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গরীব-অসহায়দের একটি তালিকা করে আমাদের নিজ দায়িত্বে তাদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেই। দেশের এই ক্রান্তিকালে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানরা গরীব-অসহায় দিনমজুরদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

যারা এই দুঃসময়ে দূর্দশাগ্রস্থ মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে আমাদেরকে আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। বিশেষ করে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা জামাল আহমদ ও ডা. মাওলানা আবুল খায়ের’র সার্বিক তত্ত্বাবধানে আমরা গরীব-অসহায়দের মূখে কিছুটা হলেও হাসি ফুটাতে পেরে আত্মতৃপ্তি বোধ করছি। তিনি দাতা সদস্য সহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর