গোলাপগঞ্জে নৌকার বিজয় নিশ্চিতে পৌর মেয়র রাবেলের মতবিনিময়

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

গোলাপগঞ্জে নৌকার বিজয় নিশ্চিতে পৌর মেয়র রাবেলের মতবিনিময়

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের উদ্যোগে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার ল্েয মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৭টায় পৌরসভার কনফারেন্স হলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার পে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। এ উপজেলায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল নের্তৃবৃন্দকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে ঐক্যবদ্ধভাবে নৌকার পে কাজ করার আহবান জানান বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর