গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোররাতে জাফলংয়ের বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক যুবক উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথর টিলা গ্রামের কুশ বিশ্বাসের ছেলে কান্ত বিশ্বাস (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল আহাদ ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ কান্ত বিশ্বাসকে গ্রেফতার করেন।
অপরদিকে থানার এসআই আতিকুজ্জামান জুনেলের নেতৃত্বে পুলিশের অপর আরেকটি টিম পৃথক অভিযান চালিয়ে পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকা থেকে কাউসার নামের এক পলাতক আসামীকে আটক করেছে।
পৃথক অভিযানে ইয়াবাসহ এক যুবক ও পলাতক আসামি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে পুলিশ।
এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ কান্ত বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অপর আরেক পলাতক আসামি আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।