ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক
‘মৃত’ বলে ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হয়েছে। শিক্ষক হয়েও ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন না ১০ মার্চের মধ্যে। ইএফটিতে (বৈদ্যুতিক তহবিল স্থানান্তর) বেতন হচ্ছে না, ফিক্সেশনও সম্ভব হচ্ছে না এ শিক্ষকের।
গ্যাড়াকলে বেঁচে থাকা এ শিক্ষকের নাম আব্দুল কাদির। তিনি জকিগঞ্জের সিলেটের জকিগঞ্জের ভটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি কাগজে মৃত হলেও আদতে বেঁচে আছেন কাদির!
শিক্ষক আব্দুল কাদির জানান, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন জকিগঞ্জের ভোটার তালিকায় নিজের নাম না পেয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করি। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার স্ট্যাটাস শূন্য অর্থাৎ ‘মৃত’ বলে নাম বাদ দেওয়া হয়েছে বলে জানান।’
আব্দুল কাদির বলেন, ‘এর সমাধানের জন্য আবেদন করতে বললে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি আবেদন করি। কিন্তু অদ্যাবধি জীবিত হতে পারিনি।’
তিনি বলেন, ‘২০০৮ সালের ১৫ জুন একই এলাকার পশ্চিম কসকনকপুরের ৯১২৮২০৬২৩৩৭৮ নম্বরধারী ভোটার মৃত্যুবরণ করলেও এখনও তার নাম তালিকাভুক্ত আছে। কিন্তু আমি জীবিত থেকেও আমাকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আক্ষেপ করে তিনি বলেন, ২০০৮ সাল থেকে আমি মৃতই রয়ে গেলাম। জীবিত থেকেও জীবিত হতে পারলাম না।’
নির্বাচন অফিস সূত্র জানায়, একই এলাকার আব্দুল কাদির নামের অন্য একজন ব্যক্তি মারা যান। তথ্য সংগ্রহকারী ভুলক্রমে আব্দুল কাদিরের আইডি নম্বর উল্লেখ করে রিপোর্ট প্রদান করায় এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদনান সাকিব বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যত দ্রুত সম্ভব সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech