বিপিএল শুরু ৫ জানুয়ারি, সিলেটে ৮ ম্যাচ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

বিপিএল শুরু ৫ জানুয়ারি, সিলেটে ৮ ম্যাচ

ক্রীড়াকণ্ঠ ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ৬ষ্ঠ আসর বসতে হচ্ছে ৫ জানুয়ারি থেকে। আর ১৫ জানুয়ারি থেকে এবারের বিপিএলে সিলেট ভেন্যুর ম্যাচ শুরু হবে।

শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএলের ৬ষ্ঠ আসরের এ সূচি প্রকাশ করে।

সিলেট ভেন্যুতে ১৫-১৯ জানুয়ারি পর্যন্ত চারদিনে সর্বমোট ৮টি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চারটি ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক সিলেট সিক্সার্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। আর ১৫ জানুয়ারি সিলেট ভেন্যুর প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপে মাঠে নামবে রাজশাহী কিংস।

৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের বিপিএল সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।

দেশের তিনটি ভেন্যুতে বিপিএলের ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি অন্য দুটি ভেন্যু হল ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম।

এবারের বিপিএলের দলগুলো হল রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স, খুলনা টাইটানস, চিটাগাং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর