ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১
শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অনন্য এক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিশ^বিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সে অবস্থান তৈরির জায়গাটা আরও সুদৃঢ় করতে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন তিনি।
বুধবার সকালে বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘Trainning on Good Governance: Official and Financial Management’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।
এছাড়াও অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং হিসাব পরিচালক জনাব আ ন ম জয়নাল আবেদীন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech