ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
জকিগঞ্জ প্রতিনিধি
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে। শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৫টি মামলায় ৩হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ সাথে নিয়ে পৃথকভাবে অভিযান পরিচালনা করলে লকডাউন অমান্যের দায়ে এই জরিমানা আদায় করা হয়।
এদিকে, লকডাউনের দ্বিতীয় দিনে দিনভর বৃষ্টি থাকায় বাইরে মানুষের উপস্থিতি ছিল একেবারেই হাতেগোনা। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে মানুষের চলাচল। উপজেলার বিভিন্ন সড়কে অটোরিকশা, সাইকেল ও ছোট যানবাহন থাকলেও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech