সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ আতিকের

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

<span style='color:#077D05;font-size:19px;'>সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা</span> <br/> প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ আতিকের

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের উপ-নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, ধরপাকড় এবং ভোটের দিনে কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক।

 

রবিবার দক্ষিণ সুরমায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। তাই তফসিল ঘোষণার পর থেকেই তারা জনগণের দোয়ারে দোয়ারে যাচ্ছেন, তাদের মাঝে ভোট নিয়ে আস্থা ফেরানোর চেষ্টা করছেন। তারা মনে করেন, দেশের গণতন্ত্র বিকাশের জন্য সুষ্টু অবাধ নির্বাচন প্রয়োজন, এজন্য তারা নির্বাচনে অংশ নিয়েছেন। অনেক দল নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জাতীয়পার্টি অত্যন্ত আশাবাদী হয়ে নির্বাচনে অংশ নিয়েছে।’

 

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আশ্বস্থ করেছিলেন সুষ্টু নির্বাচন হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আওয়ামী লীগের লোকজন প্রচারণায় বাধা প্রদান করছে, পোস্টার ছিঁড়ে ফেলতেছে। নেতাকর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতিও দেখাচ্ছে।’

 

তিনি আরও বলেন, স্থানীয় থানার পুলিশও একই ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। নেতাকর্মীদের ধরপাকড় করছে। এতে জনগণের কাছে বার্তা যাচ্ছে ভোট সুষ্ঠু হবে না। তাই এ অবস্থা চলমান থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। ভোটাররা ভোটকেন্দ্রে যাবে না। তাই সুষ্ঠু ভোট করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।’

 

তিনি নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেসব স্থানীয় পুলিশ তার দলের নেতাকর্মীদের হয়রানী করছে, যারা ইভিএম ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিয়ে ইভিএম নিয়ে মানুষের মাঝেও আস্থা ফেরানো এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি এসব বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণও করেছেন।

 

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি তোফায়েল আহমদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিবসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর