ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
জাপান থেকে করোনার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই টিকা এসেছে। এসব টিকা উপহার হিসেবে দিয়েছে জাপান। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌঁছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এর আগে ৩১ জুলাই জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান ও ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।
করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech