ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
কানাইঘাট সংবাদদাতা
সরকার যেখানে সারাদেশে ক্যাসিনোসহ সব ধরণের জুয়ার আসর বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেখানে, সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়ার ব্যবসা চালিয়ে আসছে আব্দুল্লাহ নামের এক অসামাজিক যুবক। টহলরত পুলিশ ও বিজিবির চোখের সামনেই এমন জুয়ার আসর চলছে প্রতিনিয়ত। আব্দুল্লাহ ও তার সহযোগীরা ব্যবসা প্রতিষ্ঠানের অন্তরালে জুয়াড়িদের এক নিরাপদ আস্তানা গড়ে তুলেছে কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নাধিন লোহাজুরী নয়াবাজারে। এতে করে অত্র এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছে।
জানা যায়, দোকানদার আব্দুল্লাহ তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে লোহাজুরী নয়াবাজারে একটি চায়ের দোকান দিয়ে আসছে, সে জন্য সে অত্র এলাকায় দোকানদার আব্দুল্লাহ নামে পরিচিত। কিন্তু এই চায়ের দোকানের আড়ালে রয়েছে তার জুয়ার রমরমা ব্যবসা! এতোদিন রাতের বেলা এই আসর শুরু চললেও এখন প্রকাশ্যে দিনদুপুর থেকে শুরু করে ভোররাত পর্যন্ত এই আসর চলছে। আসর থেকে থেকে প্রতিদিনই আয় করছে লক্ষ লক্ষ টাকা। জুয়ার লোভ সামলাতে না পেরে প্রতিদিনই এলাকার বিভিন্ন স্তরের মানুষ এখানে জুয়া খেলতে আসে। এসবের নেতৃত্বে দিচ্ছে আব্দুল্লাহ ও আরেক দোকানদার শিবলু। এমন পরিস্থিতিতে এই এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বিরাজমানতা। স্থানীয় ও আঞ্চলিক বিচারবিভাগের পাশাপাশি আইনের প্রতি ও মানুষ ভিন্ন প্রশ্ন ছুড়ছে।
এ বিষয় বাজারের বাজারের ব্যবসায়ীরা জানান, ‘দোকানদার আব্দুল্লাহ ও শিবলু দীর্ঘদিন ধরে এই বাজারে জুয়ার আসর চালিয়ে আসছে। আমরা ব্যবসায়ীরা তার এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করলে সে বিভিন্ন সময় আমাদের সাথে খারাপ আচরণ করতে থাকে। বিভিন্ন সময় আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। আমরা নিরুপায় হয়ে অনেক সময় সীমান্তের বিজিবি এবং প্রশাসনকে অবগত করলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কোন অ্যাকশন নিতে দেখা যায় নি প্রশাসন কিংবা বিজিবিকে। মাঝেমধ্যে বিজিবি এবং প্রশাসনের টহল থাকলেও এসব কিছুতে গুরুত্ব দিচ্ছে না জুয়াড়িরা। তাই আমাদের প্রজন্মকে রক্ষায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে এমন অভিযোগ সম্পর্কে কানাইঘাটের ডোনা সীমান্ত ফাঁড়ি ও উপজেলা প্রশাসনের সাথে আলাপ করলে তারা জানান, আমরা এমন অভিযোগ পেয়ে বহুবার অ্যাকশন নিয়েছি। কিন্তু দোকানদার আব্দুল্লাহ ও তার সহযোগীরা এখনও থেমে নেই। সে জন্য আমরা আইনানুযায়ী তাদের বিরুদ্ধে যে কোন সময় সর্বোচ্চ অ্যাকশন নিতে প্রস্তুত আছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech