ঢাকা ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
ওসমানীনগর প্রতিনিধি
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব¡ দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার থেকে সারা দেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ উপলক্ষে ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিমের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কর্মকর্তা রূহানী আক্তার, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাংবাদিক লিলুউর রহমান পংকি, উজ্জল দাশ, মলয় চক্রবর্তী, শরীফ আহমদ চৌধুরী, শাহীন চৌধুরী, ফজলু মিয়া, এমদাদুর রহমান খাঁন, নির্মল দাশ মন্টু, সুচনা প্রকল্পের সমন্বয়কারী মুজাম্মেল হক প্রমুখ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম উপজেলার প্রতিটি হাওরের মৎস্য সংক্রান্ত উন্নয়ন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জেলেদের সচেতনতা প্রসঙ্গ, মৎস্য সপ্তাহ পালন এবং মৎস্য সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech