সিলেটে আদালত পাড়ায় আইনজীবীর আকস্মিক মৃত্যু

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

সিলেটে আদালত পাড়ায় আইনজীবীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সিলেটে আদালত পাড়ায় আকস্মিক মৃত্যু হয়েছে মো. সালমান সিদ্দিকী আদনান নামের এক তরুণ আইনজীবীর।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সিলেটের আদালত চত্বরেই তার মৃত্যু হয় বলে জানা যায়। সালমান সিদ্দিকী আদনান সিলেটের জকিগঞ্জের আখলাছ আলীর পুত্র। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও নগরীর শেরুলিবাগ এলাকার বাসিন্দা।

 

ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা জানান, অন্যান্য দিনের মতো আজও কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গণে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর