এমসি কলেজে মিছিল সমাবেশ : ক্যাম্পাসে বাণিজ্য অনুষদ চালু ও শহিদ আসাদের স্মৃতি স্তম্ভ তৈরির দাবি

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

এমসি কলেজে মিছিল সমাবেশ : ক্যাম্পাসে বাণিজ্য অনুষদ চালু ও শহিদ আসাদের স্মৃতি স্তম্ভ তৈরির দাবি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে সংগঠন এম সি কলেজ শাখা৷ মিছিলটি ক্যাম্পাসের ছাত্র সংসদ ভবনের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ট্রেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে শহিদ মিনারের সামনে এসে সমাবেশ মিলিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার সংগঠক মিসবাহ খানের পরিচালনায় ও সুমিত কান্তি দাস পিনাকের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠন সিলেট নগর শাখা’র সভাপতি সঞ্জয় কান্ত দাস,কলেজ শাখার সংগঠক জুবায়ের আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ রোধসহ ছাত্রসমাজের অধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এ সংগঠন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এমসি কলেজেও লড়ে যাচ্ছে ছাত্র ফ্রন্ট। শতবর্ষী এ বিদ্যাপীঠে লাইব্রেরি-সেমিনারে পর্যাপ্ত বই নেই। ১৪সহস্রাধিক শিক্ষার্থীদের মধ্যে আবাসন সুবিধা পান মাত্র ৪শ শিক্ষার্থী। রয়েছে পরিবহণ সংকট । এখন চালু হয়নি বাণিজ্য অনুষদ। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রতি সেশনে ২১০ ক্লাস হওয়ার কথা থাকলেও সেখানে ক্লাস হচ্ছে ৩০-৪০ দিন৷ বিভাগগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষক ৷ তাই অবিলম্বে এই সমস্যা সংকট সমাধান করতে হবে।’
বক্তারা আরো বলেন, ১৮৬৯ এর গণআন্দোলনে শহিদ আসাদ এক সময় এমসি কলেজে ছাত্র ছিলেন। যা কলেজের শিক্ষার্থীরা জানেন না। তাই শহিদ আসাদ স্মরণে ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর