জকিগঞ্জে পূবালী ব্যাংকের ১২৮ তম উপশাখা উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩

জকিগঞ্জে পূবালী ব্যাংকের ১২৮ তম উপশাখা উদ্বোধন

আধুনিক ব্যাংকিংয়ের সব সুযোগ সুবিধা দিয়ে জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে পূবালী ব্যাংকের ১২৮ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক হাবিবুর রহমান, পরিচালক রানা লায়লা হাফিজ-সহ অতিথিবৃন্দ।
এর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহা ব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও ডিজিএম চৌধুরী মো. শফিউল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সোনাসার ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সোনাসার বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. নুরুল ইসলাম এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন পূবালী ব্যাংক শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক মো. খায়রুল আলম। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর