ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে মাহতাব মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহতাব মিয়া পশ্চিম আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মৃত জহির আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লুৎফুর রহমান ও এসআই বিকাশ সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহতাবকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech