ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সৌম্য দেব(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌম্য মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দেব’র ছেলে।
আহতরা হলেন, সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দেব, একই গ্রামের বাবুল দেব ও প্রাইভেটকার চালক।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ও ওসমানী হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. জনি চৌধুরী।
ওসি কামরুল হাসান তালুকদার জানান, সন্তোষ দেব পরিবার নিয়ে প্রাইভেটকারে করে সিলেটের মেজরটিলা এলাকায় একটি বিয়ের দিনতারিখ ঠিক করতে আসছিলেন। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় হাবিব হোসেন অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের অংশের ভেতর ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেটকারের চালক ও যাত্রীদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সৌম্য দেবকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech