ঢাকা ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতকের প্রবীন হাফেজে মৌলভী আবুল বশর আমিনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর ছাহেব বাড়ির মসজিদ সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। তিনি রোববার রাত ৯টায় ছাতক পৌরসভার কোর্ট রোডের কাজী ভিলার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী, ৪ ছেলে ও ১ কন্যা, নাতি-নাতনিসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন।
সলফে সালেহীনদের সুমহান আদর্শ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আক্বীদা বুকে লালন করে যারা বাতিলপন্থীদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ ও মাঠে-ময়দানে সরব ভূমিকা পালন করতেন, তাদের মধ্যে অন্যতম সংগ্রামী হাফেজ মৌলভী আবুল বশর। সুন্নীয়তের অতন্ত্র প্রহরী বৃহত্তর ছাতকের সর্বমহলে তিনি অত্যন্ত সুপরিচিত ব্যক্তি ছিলেন।
দেশ স্বাধীনের পর তিনি ছাতক বাস স্ট্যান্ড কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। পরবর্তীতে ছিলেন বাগবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব।
মরহুম হাফেজ আবুল বশর আমিনের প্রথম জানাজার নামায ছাতক সরকারী ডিগ্রি কলেজ মাঠে বেলা ২টায় অনুষ্ঠিত হয়। ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু, ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা আলী আসগর খানসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজার নামাজে অংশ নেন।
বাদ আছর মল্লিকপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে এলাকার সর্ব স্থরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech