লন্ডনে মতবিনিময় সভায় মুহাম্মদ মনির হুসাইন
সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন শেখ হাসিনা

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

<span style='color:#077D05;font-size:19px;'>লন্ডনে মতবিনিময় সভায় মুহাম্মদ মনির হুসাইন</span> <br/> সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন শেখ হাসিনা

যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী, সিলেট ল’ কলেজ ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ভিপি মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, বঙ্গবন্ধু সব সময়ই একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নকে ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন তারই প্রাণকন্যা কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করার স্বপ্ন দেখিয়েছিলেন। ইতোপূর্বে তিনি সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ রুল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

এবার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন- আগামী ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। যেখানে গ্রামীণ জনপদেও থাকবে শহরের সুবিধা। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকেও আধুনিকায়ন করে সেখানেও শহরের আদলে সব রকম সেবা প্রদান করা হবে। দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন তাঁর সেই উদ্যোগ বাস্তবায়নের একজন সফল অংশীদার হওয়ার মানসে, দেশ ও সমাজের সেবা করার ব্রত নিয়ে আমি রাজনীতিকে বেছে নিয়েছিলাম। সেই শুরু থেকে আমি আমার লক্ষ্যে আজও অটল থেকে অবিরাম কাজ করে যাচ্ছি।

মনির হোসেন বলেন, আমি আমার জন্ম মাটি সিলেট-৩ আসনের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক কল্যাণের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে আমার সামাজিক কার্যক্রম, রাজনীতির অভিজ্ঞতা, দেশ ও প্রবাসের শিক্ষা এবং পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। তিনি এ জন্য বঙ্গবন্ধু কন্যার সদিচ্ছা কামনা করেন এবং সিলেট-৩ আসনের জনগণের সার্বিক সমর্থন কামনা করে বলেন, শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

তিনি গত (৪ এপ্রিল মঙ্গলবার ) পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে তাঁর সমর্থকদের সংগঠন ‘মনির হুসাইন সমর্থন ফোরামের’ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও স্পিকার খালিস উদ্দিনের সভাপতিত্বে আব্দুল কাদিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় চারনেতা পরিষদ যুক্তরাজ্যের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ, রেডব্রিজ কাউন্সিলের মেয়র (সদ্য নির্বাচিত) কাউন্সিলর জোৎস্না ইসলাম, কাউন্সিলর নাজ ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মাসুদ আহমেদ, সমাজসেবী শফিক উল্লাহ মিসলু, বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ মুকুল, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সমাজসেবী ও রাজনীতিবিদ নাসির উদ্দিন, সাবেক কাউন্সিলর আহবাব হুসেন, কৃষকলীগ নেতা ইলিয়াস আলী, যুবলীগ নেতা শাহ ইমরান।
উপস্থিত ছিলেন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক মেয়র আকিকুর রহমান, সাবেক কাউন্সিলর রাজন উদ্দিন জালাল, জনমতের নির্বাহী সম্পাদক মুসলেহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সেক্রেটারী রাশিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, মুহিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর