ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
পূর্ব লন্ডনের সালমনলেন মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রবিবার (৯ই এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সালমনলেন মসজিদ কমিটির চেয়ারম্যান মাওলানা মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও জয়নাল হক এবং আজিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর অব মস্ক টাওয়ার হ্যামলেটস’র চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক।
জাকাত ও সাদকাতুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল মুন্তাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, স্পিকার শাফি আহমেদ, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ, কাউন্সিলর জাহিদ চৌধুরী, কাউন্সিলর ইকবাল হোসেন, কাউন্সিলর আবু তালহা, কাউন্সিলর সাঈদ আহমেদ, কাউন্সিলর মুহাম্মদ চৌধুরী, কাউন্সিলর সাবিনা খান, কাউন্সিলর লিলু আহমেদ, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর বেলাল উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আব্দুল কাদির সালেহ, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস’র ট্রেজারার ও লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক কাউন্সিলর শাহ আলম, সালমনলেন মসজিদের ইমাম মাওলানা নোমান হামিদী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আতিউর রহমান, মাওলানা শাহানুর মিয়া, মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা নাঈম আহমেদ, মাওলানা আবু সুফিয়ান।
আরো উপস্থিত ছিলেন- আবুল মুকিত চৌধুরী, ছায়দুল ইসলাম, মাহবুবুর রহমান খান তপন, তারেক আহমেদ, ভাইস চেয়ার আব্দুল গফুর, নিউহাম অয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ার লাকি মিয়া, মাস্টার আমির উদ্দিন, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট মেনেজমেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, সারোয়ার আহমেদ, আখলাক আহমেদ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস এর বিভিন্ন পেশাজীবি ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech