ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থীতা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যন্ত তিনি ওই নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা এ নিয়েও চলছে নানা গুঞ্জন। অনেকেই মনে করছেন, মেয়র আরিফ এবার সিটি নির্বাচনে অংশ না নিয়ে সিলেট-১ সংসদীয় আসনে নির্বাচন করার চিন্তা করছেন। কারণ, এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এ আশাবাদ ব্যক্ত করেছেন। তবে, দলীয় প্রধানের কাছ থেকে কোনো আশ্বাস পাননি বলেও জানা গেছে।
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার (১০ এপ্রিল) লন্ডনের অভিজাত কিংস্টন এলাকার একটি ভেন্যুতে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এসময় দলীয় প্রধানসহ সেখানে অবস্থানরত অন্যান্যদের তার এ সিদ্ধান্তের কথা জানান। লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অন্যান্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না। দলের নিজের পদ ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় প্রধানের সাথে আলাপ করেছেন বলে জানিয়েছেন। তবে সরাসরি কোন আশ্বাসবাণী পাননি আরিফুল হক চৌধুরী, ভবিষ্যতের আশ্বাস নিয়েই ফিরেছেন বলে জানিয়েছে একটি সূত্র।
এই ব্যাপারে আরিফুল হক চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ধোঁয়াশাও কাটছে না এখনই। দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত যে কোন মূল্যে নির্বাচন করতে পারেন আরিফুল হক চৌধুরী।
মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গতকাল ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য শেষমুহুর্তে ফ্লাইটটি পরিবর্তন করেন আরিফুল হক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech