ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩
বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃবধূর নাম স্বপ্না বেগম (৪৪)। তিনি ওই গ্রামের প্রবাসী আব্দুল মানিকের স্ত্রী। ঘটনার সময় তিনি নিজ ভাসুর শফিক উদ্দিনের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শফিক উদ্দিন বাড়িতে গৃহ নির্মাণের কাজ করাচ্ছেন। তিনি তার প্রবাসী ছোট ভাই আব্দুল মানিকের ঘরের একটি লিন্টার নিজের প্রয়োজনে আংশিক ভাঙতে চাইলে স্বপ্না বেগম বাঁধা দেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাসুর শফিক উদ্দিন উত্তপ্ত হয়ে ছুরি দিয়ে স্বপ্না বেগমকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech