ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩
গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী, আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. দিলওয়ার হোসেন ও রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দু:স্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান।
হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘ এর সভাপতি সাকের ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি জিহান আহমেদে পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘের সদস্য বৃন্দ। সার্বিক সহযোগিতা ও বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্যাকেট পৌছানোর দায়িত্ব পালন করছেন হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘের সদস্যবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে হিলালপুর গ্রাম ছাড়া ও আশেপাশের কলোনির অসহায় ও দু:স্থ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পেকেট তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech